রোবট কুকুরের নাম চম্পক রাখায় বিসিসিআইর বিরুদ্ধে মামলা

আইপিএলে ক্রিকেটার ও দর্শকের ক্রিকেট উন্মাদনার মাঝে বেশ নজর কাড়ছে কুকুরের মতো দেখতে একটি ক্যামেরা। সেটির নাম ‘চম্পক’ রাখার কারণে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই নামের একটি পত্রিকা তাদের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছে।

চম্পক নামে একটি পত্রিকা রয়েছে। সেই পত্রিকার মালিক বিসিসিআইর বিরুদ্ধে মামলা করেছে।

এই শিশু পত্রিকাটির অভিযোগ, বিসিসিআই ক্যামেরাটির নাম চম্পক রাখায় পত্রিকার নাম মাটিতে মিশে যাচ্ছে। পত্রিকার পক্ষের আইনজীবী অমিত গুপ্ত বলেন, ‘ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএল চলছে। অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয়েছে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে।’

আইনজীবী অমিত আরও বলেন, ‘পত্রিকার চরিত্রগুলো সবই কোনও না কোনও পশু। এই ক্যামেরাটিও তৈরি কুকুরের আদলে। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।’ 

আদালত অবশ্য পত্রিকার দাবি মানছে না। তাদের পাল্টা দাবি, পত্রিকার চরিত্রটির নাম চিকু, যা বিরাট কোহলির ডাক নাম। তারা যদি কোহলির নাম ব্যবহার করে, তাহলে বিসিসিআই ওই পত্রিকার নাম ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করছে আদালত।