চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চেপুকে ১৭ বছরে প্রথম জয় দেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ওই হারের শোধ একটুর জন্য নিতে পারেনি। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে এই আসরে সবার আগে বিদায় নেওয়া দলটি। আয়ুশ মাত্রে ও রবীন্দ্র জাদেজার ব্যাটে চোখ রাঙালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তাতে ২ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তারা। বেঙ্গালুরুর কাছে হারের পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনি ১৭তম ওভারে ব্যাট করতে আসেন। তখন ক্রিজে ছিলেন সেট হয়ে থাকা জাদেজা। শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৫ রান। শেষ ওভারে ১৫। ধোনি ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা মারলেও শেষ ওভারে যশ দয়ালের বলে এলবিডাব্লিউর শিকার হয়েছেন। তার বিদায় নেওয়ার সময় চেন্নাইয়ে ৩ বলে দরকার ছিল ১৩। চেন্নাইয়ের ইম্প্যাক্ট খেলোয়াড় শিবম দুবে তার পর নিজের প্রথম বলে ছক্কা মেরে মারলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। চেন্নাই হেরেছে ২ রানে। পরাজয়ের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি বলেছেন, ‘যখন ব্যাট করতে নামি, যে রান প্রয়োজন, সেরকম ডেলিভারি দেওয়া হচ্ছিল। আমার মনে হয়েছে সেখান থেকে বেশ কিছু শট নেওয়া উচিত ছিল। তাহলে চাপটা কমে যেত। তাই দায়টা আমার কাঁধেই নিতে হবে।’
শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে বেঙ্গালুরু ২১৩ রান সংগ্রহ করে। রোমারিও শেফার্ড হাফসেঞ্চুরি পান ১৪ বলে। তার ব্যাটেই বেঙ্গালুরু শেষ দুই ওভারে ৫৪ রান পেয়েছে। তিনি ১৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬ ছক্কার সঙ্গে ৪ ছিল চারটি। তাই রোমারিওকেও আলাদা কৃতিত্ব দিয়েছেন ধোনি, ‘ডেথে রোমারিও ছিল দুর্দান্ত। আমাদের বোলাররা যে ডেলিভারি দিচ্ছিল সে কিন্তু সেখান থেকে সর্বোচ্চ রান আদায় করে নিচ্ছিল।’