গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব কিংস। সংক্ষিপ্ততম ফরম্যাটে গত কয়েক মাস ধরে আলোচনায় থাকা মিচেল ওয়েনকে নিয়েছে তারা। আঙুল ভাঙায় আইপিএল শেষ হয়ে গেছে ম্যাক্সওয়েলের।

বদলি ওয়েন অবশ্য এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। চলতি মৌসুমে পেশাওয়ার জালমিতে ক্যাম্পেইন শেষ হতেই পাঞ্জাবে যোগ দেওয়ার কথা তার। তাকে ৩ কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। পেশাওয়ারের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানাও। 

পিএসএলের এই মৌসুম চলবে ১৮ মে পর্যন্ত। পাঞ্জাবের লিগ পর্যায়ের খেলাও শেষ হবে ১৬ মে। ফলে সব মিলিয়ে পাঞ্জাব প্লে-অফে যেতে পারলেই ওয়েন খেলার জন্য তখন বিবেচিত হবেন। প্লে-অফ শুরু ২০ মে। 

তাসমানিয়ার ২৩ বছর বয়সী ব্যাটার ওয়েন আলোচনায় আসেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। সার্বিকভাবে শীর্ষ রান সংগ্রাহক ছিলেন। হোবার্ট হারিকেন্সের শিরোপা জয়ের পথে মুখ্য কারিগরও ছিলেন তিনি। ফাইনালে  ৪২ বলে করেছেন ১০৮ রানের বিস্ফোরক ইনিংস। ম্যাচসেরাও ছিলেন ওয়েন। যেখানে ১১ ইনিংসে তার সংগ্রহ ৪৫২ রান। ২০৩.৬০ স্ট্রাইক রেটে গড় ছিল ৪৫.২০। তার পর তিনি এসএ-টোয়েন্টি আর পিএসএলে খেলেছেন। 

পিএসএলেও ওয়েন পেশাওয়ারে করবিন বশের বদলি হয়ে এসেছেন। বশ পিএসএল বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে গেছেন। যেজন্য এক বছরের নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি।