কিউইদের উড়িয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সোমবার শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। সফরকারী নিউজিল্যান্ডকে এক কথায় উড়িয়ে দিয়েছে। কিউইদের ১৪৭ রানে অলআউট করে  ২৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে নুরুল হাসান সোহানের দল।

সিলেটে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ ক্রিকজে থাকতে পারেননি। ১২ বলে ৬ চারে ২৪ রান করে আউট হয়েছেন। এরপর নাঈম শেখ ৩ চারে ২০ বলে আউট হন ১৮ রানে। দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশ এরপর কিছুটা দেখেশুনে খেলতে থাকে। এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৮ রান ডিন ফক্সক্রফটের বলে ক্রিস্টিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিজয়। এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান আর মাহিদুল বাকিটা পথ অনায়াসেই পেরিয়ে যান। মাত্র ২৭.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অঙ্কন ৪২ ও সোহান ২০ রানে অপরাজিত থাকেন।

এর আগে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের ১৪৭ রানে অলআউট করে স্বাগতিকরা। দলটা আরও আগে অলআউট হতে পারতো। ৮৫ রানে নবম উইকেট পতনের পর শেষ উইকেটে সফরকারীরা তোলে ৬২ রান। তাতেই ১৪৭ রানে পৌঁছাতে পারে নিউজিল্যান্ড ‘এ’ দল। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন ডিন ফক্সক্রফট। 

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল খালেদ আহমেদ। ২৭ রান খরচায় তার শিকার তিনটি উইকেট। তানভীর ইসলামও তিন উইকেট নিয়েছেন, তবে তিনি খরচ করেছেন ৪৫ রান। এছাড়া শরিফুল ইসলাম ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

ওয়ানডে সিরিজের পরের ম্যাচটি ৭ মে। মূল মাঠের পাশে অবস্থিত ভেন্যুতে ১০ মে সর্বশেষ ওয়ানডে খেলবে দুই দল। এরপর সিলেট প্রথম এবং ঢাকায় দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে তারা।