অবসর নিয়ে কী ভাবছেন ধোনি?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আইপিএলে এখনও খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বয়সও হতে চলেছে ৪৪। তাই প্রতি মৌসুম এলে তার অবসর নিয়ে কথা উঠে। এবারও যেমন হচ্ছে। কিন্তু চলতি মৌসুমেও ভারতীয় গ্রেট ইঙ্গিত দিয়েছেন, আইপিএল থেকে অবসর প্রশ্নে তড়িঘড়ি করে কিছুই করবেন না তিনি। শরীর কেমন জবাব দিচ্ছে, তার ওপরই নির্ভর করছে সব কিছু। 

গতকাল বুধবার রাতে চিরাচরিত লেট ক্যামিও ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে জেতাতে অবদান রেখেছেন তিনি। শেষ ওভারে মেরেছেন ছক্কা। তবে এই মৌসুমে খুবই বাজে খেলেছে ধোনির দল। বিদায় নিয়েছে আগেই। অবস্থানও করছে তলানিতে। তাই এবারও অনেকে মনে করছেন, হয়তো বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করার পথে ধোনি। ওই হিসেবে বাকি আর দুই ম্যাচ। কিন্তু ধোনি শেষের ইঙ্গিত দিলেন কই? জুলাইয়ে ৪৪- এ পা দিতে যাওয়া ধোনি ম্যাচের পর বলেছেন, ‘এই আইপিএল শেষ হওয়ার পর আমাকে ৬-৮ মাস কঠোর পরিশ্রম করে দেখতে হবে যে এই শরীর সেই চাপ নিতে পারে কিনা। এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’

২০১১ বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালে। কলকাতায় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ধোনি। বিখ্যাত ইডেন গার্ডেনসে অভিজ্ঞ তারকার শেষ ম্যাচ ভেবে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। তাতে ভীষণ আপ্লুত ধোনি বলেছেন, ‘আমি যে ভালোবাসা আর স্নেহ পেয়েছি, সেটা অসাধারণ। তবে এখানে অনেকেই জানে না কখন আমার শেষটা হতে যাচ্ছে। তাই তারা আমাকে খেলতে দেখতে আসতে চায়।’