ভারত-পাকিস্তান সংঘাতে ‘এক সপ্তাহ’ স্থগিত আইপিএল

আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল ২০২৫ স্থগিত করা হয়েছে। ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে।

সাত দিনের জন্য আইপিএল স্থগিত রাখার কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘টুর্নামেন্টের নতুন সূচি ও ভেন্য নিয়ে পরবর্তী আপডেট সময়মতো জানিয়ে দেওয়া হবে। ক্রিকেট একটি জাতীয় আবেগ। তবুও দেশ এবং তার সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আমাদের দেশের নিরাপত্তার চেয়ে বড় আর কিছুই নেই। বিসিসিআই ভারতকে সুরক্ষিত করার জন্য সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে।’

ধর্মশালায় বৃহস্পতিবারের পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু করলেও শেষ করা যায়নি। ফ্লাডলাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেলে নিরাপত্তা শঙ্কায় অন্ধকারে নিমজ্জিত স্টেডিয়াম ফাঁকা করে ফেলা হয়। ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দেশের সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এই আসরের ভবিষ্যৎ কী, তা নিয়ে ম্যাচ শেষে উদ্বেগ জানান আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের ইনিংসের ১১তম ওভারের প্রথম বল হতেই ফ্লাডলাইট বিভ্রাটে খেলা বন্ধ হয়। এরপর ধুমাল সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করছি। এখনকার পরিস্থিতি ক্রমবর্ধমান। সরকারের কাছ থেকে আমরা এখনও নির্দেশনা পাইনি। অবশ্যই সবার কথা মাথায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ শুক্রবার লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ হওয়ার কথা ছিল।

ধর্মশালার একমাত্র বিমানবন্দরসহ নিকটস্থ কাংড়া ও চন্ডীগড় বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদেরকে শহরের ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত পাঠানকোট থেকে ট্রেনে করে দিল্লিতে নেওয়ার কথা। 

গত ২২ মার্চ শুরু হওয়া আইপিএলে লিগের আরও ১২ ম্যাচ বাকি আছে। প্লে অফ ও ফাইনালসহ বাকি আসরের খেলা কবে হবে তাও এখন অজানা। ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হওয়ার কথা ছিল।

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এক্স-এ লিখেছে, ‘প্রতি পদক্ষেপে সাহস রাখো। প্রতিটি হৃদস্পন্দনে তোমাদের নিয়ে গর্ব। আমাদের সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাই।’ সশস্ত্র বাহিনীর স্লোগানের একটি ছবি ট্যাগ করেছে তারা, ‘জাতি আগে। অন্য সবকিছুর জন্য অপেক্ষা করা যাবে।’

খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান এরই মধ্যে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে।