X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ধর্মশালায় ফ্লাডলাইট বন্ধ, নিরাপত্তা শঙ্কায় বাতিল পাঞ্জাব-দিল্লির ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ২২:২৩আপডেট : ০৮ মে ২০২৫, ২৩:১০

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের আগামী রবিবারের ম্যাচ ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটে। বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনে সেই ভেন্যুতে পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়। কিন্তু পাঞ্জাবের ইনিংসের মাঝপথে স্টেডিয়ামের তিনটি ফ্লাডলাইটের দুটি নষ্ট হয়ে যায়। একটি ফ্লাডলাইট কাজ করলেও পুরো মাঠ অন্ধকারে নিমজ্জিত হয়। প্রায় আধঘণ্টা পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএল কর্তৃপক্ষ স্টেডিয়াম খালি করার অনুরোধ জানায়। একই সঙ্গে ম্যাচটিও বাতিল করা হয়।

ফ্লাডলাইট জটিলতার ঠিক আগমুহূর্তে পাঞ্জাব তাদের ওপেনার প্রিয়ানশ আরিয়াকে হারায়। প্রভসিমরান সিংয়ের সঙ্গে তার জুটি ছিল ১২২ রানের, যা পাঞ্জাবের বিপক্ষে দলটির যে কোনও উইকেটে যৌথ সর্বোচ্চ। ৩৪ বলে পাঁচটি চার ও ছয়টি ছয়ে ৭০ রান করে টি নটরাজনের শিকার হন আরিয়া। 

আর প্রভসিমরান ২৮ বলে টানা চতুর্থ ম্যাচে করেন হাফ সেঞ্চুরি, যা পাঞ্জাবের কোনও ব্যাটারের রেকর্ড। ২৮ বলে ৭ চারে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০.১ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ছিল ১ উইকেটে ১২২ রান।

পরে বিসিসিআই তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ম্যাচ বাতিলের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা জানায়, দুই দলের খেলোয়াড় ও স্টাফদের দিল্লিতে ফেরাতে বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বান্দে ভারত নামের ওই বিশেষ ট্রেনে করে ধর্মশালা থেকে ফেরানো হবে তাদেরকে।

ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডে-কে বলেছেন, বোর্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘শুধু ধর্মশালাতে নয়, প্রতিবেশী দেশ থেকে উত্তেজনা বাড়তে থাকায় এই মুহূর্তে পরিস্থিতি কোথাও স্থিতিশীল নয়। এজন্যই আজকের ম্যাচ আমরা বাতিল করেছি।’ তার আরও কথা, ‘খেলোয়াড়, দর্শক ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। দেশের স্বার্থে আমরা সবকিছু করবো।’

দুই দল একটি করে পয়েন্ট পাওয়ায় ১১ ম্যাচ শেষে পাঞ্জাব ১৫ পয়েন্ট নিয়ে তিনে, আর ১৩ পয়েন্ট পেয়ে দিল্লি পঞ্চম স্থানে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে সহিংস মনোভাবের বহিঃপ্রকাশের মাঝেই চলমান আইপিএলের দুটি ভেন্যুতে পরপর দুই দিন বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে অজ্ঞাত ইমেইল থেকে।

গতকাল বুধবার প্রথম হুমকি দেওয়া হয় কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও সেই বার্তায় ভীত না হয়ে নির্বিঘ্নে চেন্নাই সুপার কিংস ও স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষ করতে পেরেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

এবার নতুন করে আজ বৃহস্পতিবার আরেকটি বার্তায় রাজস্থানের জয়পুরে হামলার হুমকি দেওয়া হয়েছে। যদিও সাওয়াই মানসিং স্টেডিয়ামে এদিন কোনও ম্যাচ নেই। তবে হামলার হুমকি আমলে নিয়ে স্টেডিয়াম এলাকায় তল্লাশি চালানোর কথা জানিয়েছে রাজ্যের ক্রিকেট সংস্থা।

/এফএইচএম/
সম্পর্কিত
পদপিষ্টে নিহতের ঘটনায় আরসিবির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার
পদপিষ্টে ১১ মৃত্যু: ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি
বেঙ্গালুরু পেলো শিরোপা, আর কে কী পেলেন?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’
সিরাজগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ