ভারত-পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনার প্রভাবে পাকিস্তান সুপার লিগ সরিয়ে নেওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার সকালের দিকে এমন ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে রাত গড়াতেই এই সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসএল স্থগিতের ঘোষণা দিলো পিসিবি।
এদিন দুপুরের দিকে বিসিসিআই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত জানায়। পাকিস্তানি গণমাধ্যমের খবর, ভারত আইপিএল আয়োজনে আরব আমিরাতের কাছে প্রস্তাব দিয়েছিল। কিন্তু পাকিস্তানকে পিএসএল আয়োজনের ব্যাপারে কথা দেওয়ায় বিসিসিআইকে ফিরিয়ে দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড।
কিন্তু রাতে জানা গেলো, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগও হচ্ছে না আপাতত। ১৮ মে শেষ হওয়ার কথা ছিল এই আসর, বাকি এখনও আট ম্যাচ।
পিসিবি এক বিবৃতি দিয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের কাছ থেকে পরামর্শ পেয়ে পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে জোর গুঞ্জন, এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি চুক্তি করতে ব্যর্থ হয়ে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি।