প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা

ডোপ টেস্টে পজিটিভি হওয়ায় নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন কাগিসো রাবাদা। সেই শাস্তি কাটানো পেসারকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।   

এই বছরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে বিনোদনমূলক মাদক নেওয়ার অপরাধে আইপিএলে একমাসের জন্য সাইডলাইনে ছিলেন তিনি। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা লড়াইয়ে পেস আক্রমণে নেতৃত্বে থাকবেন। তার সঙ্গে রয়েছেন মার্কো ইয়ানসেন, করবিন বশ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি ও ড্যান প্যাটারসন।  স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন কেশব মহারাজ ও সেনুরান মুথুস্যামি। 

ব্যাটারদের তালিকায় রয়েছেন অধিনায়ক তেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন,ত্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহ্যাম। দলের বিশেষজ্ঞ উইকটকিপার হচ্ছেন কাইল ভেরেইন। 

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান দখল করেই ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে ৩-৬ জুন তারা জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের ওয়ার্ম ম্যাচ খেলবে। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন।