বাঁচা-মরার ম্যাচে রাসেল, নারিনকে পাচ্ছে কেকেআর

নতুন সূচিতে মাঠে গড়াবে আইপিএল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অবশ্য বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকেই যথা সময়ে পেয়ে যাচ্ছে। বেঙ্গালুরুতে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যে অনেকে ভারত পৌঁছাবে বলে জানা গেছে। 

১৭ মে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বাঁচা-মরার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট পুনরায় মাঠে গড়াচ্ছে। 

ভারত-পাকিস্তান সংঘাতে ৯ মে আইপিএল স্থগিত হওয়ার পর কেকেআরের ওয়েস্ট ইন্ডিয়ান কন্টিনজেন্টে থাকা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল ও টিম মেন্টর ডোয়াইন ব্রাভোরা দুবাইতেই অবস্থান করছিলেন। যুদ্ধ বিরতির পর বিদেশি ক্রিকেটারদের ডাকা শুরু করে দলগুলো। 

কাবুলে থাকা রহমানউল্লাহ গুরবাজও ওয়েস্ট ইন্ডিয়ান সদস্যদের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। তার পর উড়ে যাবেন ভারতে। অপর দিকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আইনরিখ নর্কিয়া মালদ্বীপ থেকে বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন। 

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও অস্ট্রেলিয়ান বোলার স্পেন্সার জনসনের বিষয়ে এখনও পরিপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে তাদের ফেরার ইঙ্গিত রয়েছে। কুইন্টন ডি ককের ফেরার বিষয়ে অবশ্য এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। 

১২ ম্যাচে ৫ জয়ে কেকেআর ষষ্ঠস্থানে রয়েছে। প্লে-অফের কোনও আশা বাঁচিয়ে রাখতে বেঙ্গালুরু ম্যাচের পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও তাদের জেতা লাগবে। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় প্লে-অফে খেলা হচ্ছে না জস বাটলার, জ্যাকব বেথেল ও উইলি জ্যাকসের। বাটলার গুজরাট টাইটান্সে রয়েছেন, বেথেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্সে।