দিল্লিকে দুঃসংবাদ দিলেন স্টার্ক

আইপিএলের প্লে অফ খেলার দ্বারপ্রান্তে দিল্লি ক্যাপিটালস। ১১ ম্যাচ শেষে তাদেরকে পাঁচে রাখতে বড় অবদান মিচেল স্টার্কের। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল স্থগিত হওয়ার পর অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে তিনিও দেশে ফিরে গেছেন। আগামীকাল থেকে পুনরায় প্রতিযোগিতা শুরু হলেও এই অস্ট্রেলিয়ান পেসার আর না ফেরার সিদ্ধান্ত দিল্লিকে জানিয়ে দিয়েছেন।

চলমান আইপিএলে ১১ ম্যাচের সবগুলোতে খেলে ২৬.১৪ গড়ে ১৪ উইকেট নিয়ে দিল্লির শীর্ষ বোলার স্টার্ক। আপাতত তার মনোযোগ ১১ জুন থেকে লর্ডসে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার শিরোপা লড়াই শুরু হওয়ার এক সপ্তাহ আগে হবে আইপিএল ফাইনাল। তাই টি-টোয়েন্টিতে না ফিরে লাল বলে নিজেকে প্রস্তুত করবেন অজি পেসার।

এদিকে দক্ষিণ আফ্রিকান ওপেনার ফাফ ডু প্লেসিও দিল্লিতে পুনরায় যোগ না দেওয়ার কথা জানিয়েছেন। প্রতিযোগিতার শুরুতে খেললেও তিনি ইনজুরির কারণে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলতে পারেননি। ছয় ইনিংসে দুটি হাফ সেঞ্চুরিতে ২৮ গড়ে ১৬৮ রান তার। 

জেক ফ্রেজার ম্যাকগার্কের পর ডু প্লেসির অনুপস্থিতিতে ওপেনার সঙ্কট আরও তীব্রতর হলো। লিগ পর্বের বাকি তিন ম্যাচের জন্য করুণ নায়ার, লোকেশ রাহুল ও অভিষেক পোরেলের মধ্যে দুজনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

ম্যাকগুর্কের স্থলাভিষিক্ত হিসেবে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে দিল্লি। স্টার্কের অনুপস্থিতিতে তিনি কতটা প্রভাব রাখতে পারেন সেটাই দেখার।

ট্রিস্টান স্টাবস লিগ পর্বের জন্য শুধু ফিরবেন। তারপর টেস্ট ফাইনাল খেলতে বিদায় নেবেন আইপিএল থেকে।

আগামী ১৮ মে দিল্লি ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলবে।