ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত করা হয়েছিল আইপিএল। ৯ দিন পর আজ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হয়েছে এই টুর্নামেন্ট। কিন্তু পুনরায় মাঠে গড়ানোর দিনে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বেঙ্গালুরুতে এদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। কোনও বলই গড়ায়নি মাঠে। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হলো, তবে সর্বনাশ হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার। বিদায় নিলো তারা।
১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ ১২ পয়েন্ট। বাকি আছে এক ম্যাচ। পয়েন্ট ভাগ হওয়ায় তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১৪। যা প্লে-অফের জন্য যথেষ্ট নয়। চলতি মৌসুমে আগেও তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
অপর দিকে, পয়েন্ট ভাগাভাগি হলেও প্লেঅফ এবং শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বেশ ভালোভাবেই ধরে রাখলো বেঙ্গালুরু।
বেঙ্গালুরুতে গত মাসেই স্বাগতিক দলের ও পাঞ্জাব কিংসের একটি ম্যাচ বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে এসেছিল।