পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির বিপক্ষে লাহোর কালান্দার্সের বাঁচা মরার লড়াই। এই ম্যাচেই তারা সাকিব আল হাসানকে পাচ্ছে। শনিবার ইসলামাবাদে পৌঁছে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার।
সাকিবের পৌঁছানোর খবর ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছে কালান্দার্স, ‘অপেক্ষা শেষ। সাকিব পাকিস্তানে পা রেখেছেন।’
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। তিনি শেষবার খেলেন গত বছর ৩০ নভেম্বর আবুধাবি টি টেনে বাংলা টাইগার্সের হয়ে।
আগামীকাল রাওয়ালপিন্ডিতে পেশাওয়ারের বিপক্ষে লাহোরের জার্সি পরতে পারেন সাকিব। প্লে অফে উঠতে হলে লাহোরকে ম্যাচটি জিততে হবে। হারলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে।
সাকিবের সঙ্গে বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসা। ইনজুরি আক্রান্ত ড্যারিল মিচেলের বদলে লাহোরে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।
লাহোরের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’