তামিমের সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত ইমন

৯ বছর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের করা সেঞ্চুরিটি ছিল এতোদিন পর্যন্ত এই ফরম্যাটে কোনও বাংলাদেশি ক্রিকেটারের একমাত্র সেঞ্চুরি। গত রাতে আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের সঙ্গী হয়েছেন পারভেজ ইমন। দেশসেরা ওপেনারের পাশে বসতে পেরে তরুণ পারভেজ হোসেন ইমন ভীষণ উচ্ছ্বসিত।

শারজাতে গতরাতে ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন ইমন। পরে বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিংরুমে আসার আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। উনার খেলা দেখতাম, ভালো লাগতো। উনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই সেঞ্চুরির মধ্যে ইমনেরটা দ্রুততম। তামিম ৬০ বলে সেঞ্চুরি ছুঁলেও ইমন সাত বল কমে খেলেছেন। ইমন সেঞ্চুরি ছোঁয়ার পথে আরও একটি রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবোর্চ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই ওপেনার। হাঁকিয়েছেন ৯টি ছক্কা। এর আগে লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ ৭ ছক্কা ছিল রিশাদ হোসেনের। ৬ ছক্কা দুইবার মেরেছিলেন জাকের আলী। এছাড়া বাউন্ডারি থেকে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ইমন, পেছনে ফেলেছেন তামিমের ৭০ রানকে।

ইমন জানালেন, তামিমের সেঞ্চুরিটা তার মাথায় ছিল, ‘তামিম ভাইয়ের একশ রান মনে আছে, ওমানের সঙ্গে করেছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। আমার মনে ছিল।’

এদিকে, ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে ইমন বলেছিলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি) । এটা আমার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরি। তাই এটা আমার জন্য বিশেষ। উইকেট মূল্যায়ন করে প্রক্রিয়ার সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা কাজে লেগেছে এবং পরবর্তীতে এগিয়ে গিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’