মোস্তাফিজকে নিয়ে গুজরাটের মুখোমুখি দিল্লি

বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলা শুরুর ২৩ ঘণ্টা পর আবার মাঠে মোস্তাফিজুর রহমান। শারজা থেকে সরাসরি তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। তাকে বিশ্রামে না রেখে একাদশে অন্তর্ভুক্ত করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি। গুজরাট টাইটান্সের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামছে দলটি।

অবশ্য মোস্তাফিজকে বোলিংয়ে দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে ভক্তদের। কারণ গুজরাট টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে।

জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলে মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে কিনেছে দিল্লি। পুরানো ক্লাবে ফেরার আগের দিন বাঁহাতি পেসার আমিরাতের বিপক্ষে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রাখেন।

গুজরাট টাইটান্স (একাদশ)- শুবমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

দিল্লি ক্যাপিটালস (একাদশ)- ফাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল, সামির রিজভি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপ্রাজ নিগাম, কুলদীপ যাদব, থাঙ্গারাসু নটরাজন ও মোস্তাফিজুর রহমান।