এশিয়া কাপে অংশ না নেওয়ার খবরে যা বললো বিসিসিআই

ঘরের মাঠে এশিয়া কাপ হলেও ভারত তাতে অংশ নেবে না। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি। সোমবার সকালের দিকে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশের কয়েক ঘণ্টা পর বিসিসিআই তাদের এমন দাবি নাকচ করে দিয়েছে। 

এখন পর্যন্ত এনিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া। তবে ভবিষ্যতে কী হবে, সেই বিষয়ে স্পষ্ট করেননি তিনি।

সোমবার সকালে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নেবে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেস এক সূত্রের বরাতে বলেছে, ‘ভারতীয় দল এমন একটি টুর্নামেন্ট খেলতে পারে না যেটার আয়োজক সংস্থা এসিসির প্রধান পাকিস্তানের একজন মন্ত্রী। কারণ এটাতে একটি জাতির আবেগ জড়িত। আমরা মৌখিকভাবে এসিসিকে জানিয়েছি, নারীদের ইমার্জিং এশিয়া কাপ ও ভবিষ্যৎ ইভেন্টগুলোতে আমাদের অংশগ্রহণের বিষয়টি স্থগিত রাখছি। আমরা এখন সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

পরে টাইমস অব ইন্ডিয়া-র একটি প্রতিবেদনে জানানো হয়, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। সেখানে বোর্ডের সচিব শাইকিয়া বলেন, ‘সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে ভারত এশিয়া কাপ ও মহিলাদের এমার্জিং কাপ থেকে নাম তুলে নেবে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএল ও তার পরে ইংল্যান্ড সফর।’ তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে বোর্ড কোনও সিদ্ধান্ত নিলে তা ঘোষণা করা হবে।

এবারের এশিয়া কাপ সেপ্টেম্বরে হওয়ার কথা ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। অর্থাৎ হাতে এখনও চার মাস রয়েছে। তার মধ্যে ভারত-পাকিস্তানের সম্পর্ক কোন দিকে গড়ায় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।