আচরণবিধি ভেঙে বার বার আলোচনায়, এবার নিষিদ্ধ লখনউ স্পিনার

আইপিএলে চলতি মৌসুমে কোড অব কন্ডাক্ট ভেঙে বার বার আলোচনায় আসছেন দিগ্বেশ রাঠি। লখনউ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনার গতকাল আবারও আচরণবিধি ভাঙায় এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে জরিমানা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। 

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লখনউর হোম ম্যাচে সর্বশেষ নিয়ম ভাঙার কাজটি করেছেন রাঠি। ঘটনাটি ঘটেছে রান তাড়ার সময় অষ্টম ওভারে। ব্যাটার অভিষেক শর্মাকে আউট করে রাঠি হাত নাড়ানো এবং নোটবুক স্টাইলে উদযাপন করতে গেলে তখনই উত্তেজনার সৃষ্টি হয়। অভিষেকের সঙ্গে কিছুক্ষণ বাক্য বিনিময় হয় তার। পরিস্থিতি শান্ত করতে আম্পায়ার মাইকেল গফকেও এগিয়ে আসতে হয়েছে। এই ঘটনায় রাঠি সব মিলে চলতি মৌসুমে ৫টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এই কারণেই অটোমেটিক নিষেধাজ্ঞার শাস্তি চলে এসেছে। ফলে বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টস-গুজরাট টাইটান্স ম্যাচ খেলতে পারবেন না রাঠি। 

মাত্রা ছাড়ানো উদযাপনে আগেও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। কিন্তু এবার তাকে বেশ সতর্কই থাকতে হবে। ব্যক্তিগত আচরণবিধিতে এই পয়েন্ট অক্ষুণ্ন থাকে ৩৬ মাস। তার মানে আগামী মৌসুমে আরও সতর্ক থাকতে হবে লখনউ লেগস্পিনারকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী চার ডিমেরিট পয়েন্ট এক ম্যাচের নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট। ৮ পয়েন্টের ক্ষেত্রে দুই ম্যাচ এবং ১১ পয়েন্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে ৩ ম্যাচের।