ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। যার কারণে অনেক বিদেশি খেলোয়াড়কে নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। জাতীয় দলের ম্যাচ থাকায় ফিরে যাচ্ছেন যার যার দেশে। অনেকে তো নিরাপত্তা শঙ্কায় ফেরেননি। সেজন্য প্রয়োজন পড়েছে অস্থায়ী বদলি খেলোয়াড়ের। মুম্বাই ইন্ডিয়ান্স যেমন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বোশকে পাচ্ছে না। তাদের জায়গায় অস্থায়ী বদলি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লেসন ও শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে আনছে তারা।
আইপিএলের দেওয়া বিবৃতি অনুসারে বেয়ারস্টো ৫.২৫ কোটি রুপিতে যোগ দিচ্ছেন। পেসার গ্লেসনকে নেওয়া হয়েছে ১ কোটি রুপির রিজার্ভ মূল্যে। আসালাঙ্কা অবশ্য ৭৫ লাখ রুপিতে আসছেন।
বদলি খেলোয়াড়দের সবাই প্লে-অফ থেকে খেলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে মুম্বাইকে শীর্ষ চারে জায়গা পেতে হবে। কারণ প্লে-অফের একটি জায়গার জন্য লড়াইয়ে আছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার একে-অপরের মুখোমুখি হবে তারা। স্থগিত হয়ে পুনরায় মাঠে গড়ানোর পর এটা হবে মুম্বাইয়ের প্রথম ম্যাচ।
উইল জ্যাকস ২৬ মে লিগ পর্বের শেষ ম্যাচের পর মুম্বাইয়ে খেলতে পারবেন না। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। একইভাবে রিকেলটন ও বোশকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিতে হবে। তারা দু’জনেই ২৬ মে লিগ পর্বের শেষ ম্যাচের পর ভারত ছেড়ে যাবেন।
রিপ্লেসমেন্ট হিসেবে জায়গা পাওয়া বেয়ারস্টো গত নভেম্বরের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। তাছাড়া ২০২৪ সালের জুনের পর ইংল্যান্ডের হয়েও খেলেননি।