অ্যাঞ্জেলো ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে গলে প্রথম ম্যাচ খেলে টেস্ট থেকে অবসর নেবেন। তবে দেশের প্রয়োজনে সাদা বলের ক্রিকেট খেলবেন তিনি। সোশাল মিডিয়া হ্যান্ডেলে শুক্রবার এই ঘোষণা দেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।
প্রায় এক বছর শ্রীলঙ্কার সাদা বলের দলে ডাক পান না ম্যাথুজ। তাতে করে ক্রিকেট থেকেই হয়তো বিদায় নিতে হচ্ছে তাকে।
১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা ম্যাথুজ জানালেন ইনস্টাগ্রাম পোস্টে। তিনি লিখেছেন, 'কৃতজ্ঞচিত্ত হৃদয় ও অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। দেশপ্রেম ও জাতীয় দলের জার্সির অধীনে থাকার এমন অনুভূতি অন্য কিছুতে পাওয়া যায় না।’
১৭ জুন গল টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট ছাড়বেন তিনি, ‘ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং বিনিময়ে পেয়েছি সব, যা আমাকে আজকের আমিতে পরিণত করেছে। আমার ক্যারিয়ারের উত্থান-পতনের সঙ্গে থাকা প্রতিটি শ্রীলঙ্কান সমর্থকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জুনে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট হবে লাল বলে দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সেই আসরে ম্যাথুজের দলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে।
ম্যাথুজ ৩৪ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। গলে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছেন ১২০তম টেস্ট। ৮১৬৭ রান করে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। তার উপরে আছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।