X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২

বেনেটের দ্রুততম সেঞ্চুরি ছাপিয়ে তিন দিনেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ০১:০৬আপডেট : ২৪ মে ২০২৫, ০১:০৯

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে দুই দলের মাঝে আকাশ-পাতাল তফাত স্পষ্ট। বৃহস্পতিবার স্বাগতিকরা রান বন্যায় ভাসিয়েছে, তারপর করেছে উইকেট উৎসব। 

ইংল্যান্ডের ৬ উইকেটে করা ৫৬৫ রানের জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট ২৬৫ রানে। ২৭০ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আফ্রিকানরা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৩০ রানে।

তবে শুক্রবারের গল্পটা ইংল্যান্ডের দাপটের নয়, জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটার ব্রায়ান বেনেটের একার লড়াইয়ের। তার ১৩৯ রানের অনবদ্য ইনিংস এদিন মুগ্ধ করেছে। এই ফরম্যাটে তার দ্বিতীয় সেঞ্চুরি এখন জিম্বাবুয়ের দ্রুততম। ৯৭ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান ২১ বছর বয়সী ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে এটি জিম্বাবুয়ের তৃতীয় সেঞ্চুরি।

এর মধ্যে বেনেটের ১০৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। গাস অ্যাটকিনসনকে টানা তিন চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ১৮ ও ১৯ নম্বর বাউন্ডারিতে ৯৯ রানে পৌঁছান বেনেট, তারপর অ্যাটকিনসনের একটু বাইরের বল ব্যাক কাট করে ডিপ থার্ড দিয়ে সীমানা ছাড়া করেন।

বেনেটের ১৪৩ বলের ইনিংসে ছিল ২৬টি চার। এছাড়া ক্রেইগ আরভিন ৪২ রান করে অবদান রাখেন। ২৫ ও ২২ রান করেন শন উইলিয়ামস ও তাফাদওয়া সিগা।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডের সফল বোলার শোয়েব বশির। দুটি করে পান অ্যাটকিনসন ও বেন স্টোকস।

ফলো অনে নেমে বেনেটকেই (১) নিজের প্রথম শিকার বানান অ্যাটকিনসন। ৪ রানে বেন কারান ও ২ রানে আরভিন অপরাজিত আছেন।

৩ উইকেটে ৪৯৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ১৬৯ রানে অলি পোপ ও ৯ রানে হ্যারি ব্রুক নামেন। পোপ আর দুটি রান যোগ করেছেন। ১৬৬ বলে ২৪ চার ও ২ ছয়ে ১৭১ রান তার। স্টোকস (৯) বড় ইনিংস খেলতে পারেননি। ব্রুক ৫৮ রানে আউট হতেই ৬ উইকেটে ৫৬৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

এই ইনিংসে ব্লেসিং মুজারাবানি তিন উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফল বোলার।

নাটকীয় কিছু না ঘটলে তিন দিনেই জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়‌লেন বাংলা‌দেশি ‘ওয়ারিয়র প্রিন্সেস’ রুকসানা
ইতিহাস গড়‌লেন বাংলা‌দেশি ‘ওয়ারিয়র প্রিন্সেস’ রুকসানা
টানা ১০ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু
টানা ১০ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইরানে ইসরায়েলি হামলাবিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২