বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। সর্বশেষ পিএসএলে এমন এক রেকর্ড গড়েছেন যা কখনও হয়তো চাননি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক তথা শূন্যতে আউট হওয়ার লজ্জাজনক রেকর্ডের মালিক এখন এই বাঁহাতি। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সাকিব শূন্যতে আউট হয়েছেন ৩২বার। তার আগে রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। ৩১বার শূন্যতে আউট হয়েছেন তিনি। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে দুই বলে সাকিব শূন্যতে আউট হয়েই রেকর্ড নিজের করে নেন। পিএসএলে খেলতে নেমে দুই ম্যাচেই ব্যাট হাতে তিনি ফিরেছেন খালি হাতে। 

সাকিব অবশ্য ইনিংস খেলেছেন বেশি- ৪১০। যা বাংলাদেশি কোনও খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। সৌম্য সেই জায়গায় খেলেছেন ২৩২ ইনিংস।

বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে ইমরুল কায়েসের ডাক সংখ্যা ২২, তামিমের ২০। তার পর অবস্থান মুশফিকুর রহিমের ১৯।

আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের মালিক ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। ডাকে আউট হয়েছেন ৪৮বার! দুইয়ে রয়েছেন আফগান রশিদ খান ৪৫। তার পর অ্যালেক্স হেলস ৪৪, রাইলি রুশো ৩৫। গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয়, পল স্টার্লিংরা সবাই শূন্যতে আউট হয়েছেন ৩৩বার।