সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এমন হারের পর তীব্র সমালোচনার মুখে ক্ষতবিক্ষত লিটন দাসরা। সেই যন্ত্রণা লাঘবের লক্ষ্যে বুধবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
পিসিবির তরফ থেকে পাঠানো ভিডিও বার্তায় লিটন বলেছেন, ‘আমরা একটি ভালো অনুশীলন সেশন সম্পন্ন করেছি এবং এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা পরিচিত। খেলোয়াড়রা সিরিজের জন্য উন্মুখ হয়ে আছে। সবাই মনোযোগী আছে। বিশেষ করে ঘরের মাঠে পাকিস্তান কতটা চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হতে পারে সেটি সবাই বোঝে।’
আরব আমিরাতে বিপক্ষে হারের পর এই সিরিজকে ক্রিকেটারদের প্রমাণের দারুণ উপলক্ষ হিসেবে দেখছেন লিটন, ‘এই সিরিজটি প্রতিটি খেলোয়াড়ের জন্য নিজেদের প্রমাণ করার দারুণ এক সুযোগ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা কিছু নতুন কম্বিনেশন পরীক্ষা করছি, আর এই সফর সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।’
পাকিস্তানের অধিনায়ক সালমান আগা রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায়। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের খুব ভালো অনুশীলন সেশন হয়েছে। একটি দল হিসেবে প্রত্যেক খেলোয়াড় ভালো পারফর্ম করতে চায়। আমাদের স্কোয়াডের অনেকে সম্প্রতি পাকিস্তান সুপার লিগে ভালো খেলেছে। আমরা আশা করি সেই মোমেন্টাম বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধরে রাখবে তারা।’