মিরাজের বাংলাদেশকে সমীহ করছেন শ্রীলঙ্কা অধিনায়ক

গলে প্রথম টেস্ট দারুণ ব্যাটিংয়ে ড্র করেছিল বাংলাদেশ। কলম্বোতে অসহায় আত্মসমর্পণ। সাদা পোশাকে লাল বলের ক্রিকেটে বর্ণহীন হলেও রঙিন জার্সিতে শ্রীলঙ্কার সমীহ আদায় করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলবে তারা। মাঠে নামার আগে প্রেরণা হতে পারে দুই দলের সবশেষ সিরিজে লাল সবুজের জয়। সেই কথা নিজের দলকেও মনে করিয়ে দিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না শ্রীলঙ্কা। নিজেদের সেরাটা দিতে চান আসালাঙ্কা। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য প্রতিটি দল একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ একটি কঠিন দল। তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে এবং সর্বশেষ সিরিজেও। আমরা যে সিরিজ বাংলাদেশে খেলেছিল, সেটা তারা জিতেছিল। তাই আমাদের জন্য ঘরের মাঠের এই সিরিজ বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অভিষেক হচ্ছে এই সিরিজ দিয়ে। প্রতিপক্ষ অধিনায়কের কৌশল তাই অজানা আসালাঙ্কার। তবে এই অলরাউন্ডারের পারফরম্যান্স কেমন, সেটা ভালোভাবে জানেন তিনি। খেলোয়াড় মিরাজকে নিয়ে তার কথা, ‘তার অধিনায়কত্ব সম্পর্কে আমি কিছু জানি না। তবে খেলোয়াড় হিসেবে সে কেমন আমি সেই উত্তর দেবো। আমি বলতে পারি, মেহেদী হাসান অসাধারণ একজন ক্রিকেটার। সে একজন ভালো বোলার ও ব্যাটার।’

ইনজুরি থেকে সুস্থ হয়ে এই সিরিজের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে পেস আক্রমণের নেতৃত্বে মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে শ্রীলঙ্কার। আসালাঙ্কা জানালেন সেই কথা, ‘মোস্তাফিজুর একজন দুর্দান্ত বোলার। এটা সে প্রমাণ করেছে। আমি মনে করি অতীতে সে বাংলাদেশের জন্য অনেক ভালো পারফরম্যান্স করেছে। আমার মনে হয়, তার বিরুদ্ধে আমাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে। আমরা ভালো করেই জানি সে বিপজ্জনক হতে পারে।’