এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। দ্য টাইম অব ইন্ডিয়ার খবর টুর্নামেন্ট শুরু হতে পারে ৫ সেপ্টেম্বর। শিরোপা নির্ধারণী ফাইনাল হতে পারে ২১ সেপ্টেম্বর।
বলা হচ্ছে, টুর্নামেন্টের সূচি প্রায় তৈরি করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ওই সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ৭ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও সেটা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। ভারতসহ অংশ নিতে যাওয়া দেশগুলো তাদের সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার ব্যাপারেও ইতিবাচক অবস্থানে রয়েছে।
টুর্নামেন্টে অংশ নিবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টে গ্রুপ পর্বের পর অনুষ্ঠিত হবে সুপার ফোর। তার মানে ভারত-পাকিস্তান লড়াই কমপক্ষে দু’বার দেখা যেতে পারে।
এদিকে, অফিসিয়াল সম্প্রচারক সনি ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুর্নামেন্টের একটি প্রচারনামূলক পোস্টার প্রকাশ করেছে।