টেম্বা বাভুমাকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়েতে কেশভ মহারাজের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলতে নেমেছিল। তরুণদের নৈপুণ্যে বিশাল জয়ে সিরিজ শুরু করেছে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে নতুন অধিনায়ক ঘোষণা করতে হলো প্রোটিয়াদের। চোট নিয়ে ছিটকে গেছেন তিনি। শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে উইয়ান মুল্ডার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে বাভুমা সেরে না ওঠায় মহারাজ প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে এই ফরম্যাটে নেতৃত্ব দেন। বল হাতে এই বাঁহাতি স্পিনার চার উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন। তৃতীয় দিনে ব্যাটিং করার সময় চোট পান তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার নেতৃত্ব দেবেন মুল্ডার। লাল বলের ক্রিকেটে ৮৭ ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ২০টি টেস্ট। ২০২২ সালে ওয়ানডে কাপে কোয়ার্টার ফাইনালে কেন্টের বিপক্ষে লিস্টারশায়ারের অধিনায়ক ছিলেন তিনি। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করবেন মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ১৪৭ রান করেছিলেন তিনি।
পরের টেস্টে মহারাজের স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্যামি।