শুবমান গিলের একাধিক রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে এজবাস্টন টেস্টে ভারত ৫৮৭ রানের পাহাড় গড়ে। দ্বিতীয় দিন শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামে। আকাশ দীপের দুর্দান্ত বোলিংয়ে ২৫ রানে তিন উইকেট হারানোর পর জো রুট ও হ্যারি ব্রুকের প্রতিরোধে দিন শেষ করেছে স্বাগতিকরা। ৩ উইকেটে তাদের রান ৭৭।
১১৪ রানে দিন শুরু করেন গিল। লাঞ্চের আগে দেড়শ ছাড়িয়ে ক্যারিয়ার সেরা স্কোর গড়েন। দ্বিতীয় সেশনে পেয়ে যান রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে দ্বিশতকের দেখা পান তিনি। তারপর সুনীল গাভাস্কারকে (২২১) পেছনে ফেলে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ভারতীয় স্কোরার হন গিল।
আগের দিন অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি বঞ্চিত হন। গিলের সঙ্গে ২০৩ রানের জুটি গড়ে থামেন তিনি। ১৯৭ বলে ৮৯ রান করেন এই ব্যাটার।
তারপর গিল ও ওয়াশিংটন সুন্দর ক্রিজে থিতু হন। ১৪৪ রানের জুটি গড়েন তারা। ৪২ রান করে রুটের শিকার হন ওয়াশিংটন। শোয়েব বশিরের স্পিনে ২৯ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় ভারত।
৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছয়ে ২৬৯ রান করে জশ টাংয়ের শিকার হন গিল।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন বশির। দুটি করে উইকেট পান ক্রিস ওকস ও টাং।
জবাব দিতে নেমে তৃতীয় ওভারে আকাশের বলে টানা উইকেট হারায় ইংল্যান্ড। বেন ডাকেট ও অলি পোপ ডাক মারেন। ১৩ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। অষ্টম ওভারে মোহাম্মদ সিরাজের শিকার ওপেনার জ্যাক ক্রলি (১৯)।
এরপর রুট ও ব্রুকের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে ইংল্যান্ড। ১৮ রানে রুট ও ৩০ রানে ব্রুক অপরাজিত খেলছেন।