বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন শানাকা

বাংলাদেশের মুখোমুখি হতে টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ফিরেছেন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে ও চামিকা করুনারত্নেও। 

গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি শানাকার। অবশেষে ফিরেছেন তিনি। বাদ পড়েছেন চামিন্দু বিক্রমাসিংহে, ভানুকা রাজাপাকশে, বিনুরা ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো। দলটির নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা। 

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই। ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই কলম্বোয়। 

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।