X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৫, ২১:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২১:৩৬

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায়। মঙ্গলবার ক্যান্ডিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। 

পাল্লেকেলেতে সিরিজ জয় নিয়ে তরুণ ওপেনার ইমন বলেছেন, ‘সিরিজ আমাদের বড় সুযোগ, কালকের (মঙ্গলবার) ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জেতার, সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ জিতেছে। প্রথম জিতেছে ২০১৩ সালে পাল্লেকেল্লেতে। পরেরটা ২০১৭ সালে ডাম্বুলায়। সর্বশেষটা কলম্বোতে আগের ম্যাচে। মঙ্গলবার প্রথম জয়ের ভেন্যুতেই  মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কন্ডিশন সম্পর্কে বলতে গিয়ে পারভেজ বলেছেন, ‘মাঠে গিয়ে শুরুতেই পর্যবেক্ষণ করতে হবে। উইকেটের অবস্থা কেমন –সেসব দেখতে হবে। আমরা সেভাবেই খেলার চেষ্টা করবো সেরাটা দিয়ে।’
 
লঙ্কানদের বিপক্ষে অভিষেক হয়েছে ইমনের। প্রথম ম্যাচে ১৩ রান করে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ইমন পান ৬৭ রানের দেখা। থিতু হয়েও আউট হওয়াতে ড্রেসিংরুমে ফিরে অস্বস্তিতে ছিলেন তিনি। নিজের ইনিংস নিয়ে বলেছেন, ‘ইনিংস লম্বা করতে পারিনি যেটা সত্যি। আউট হওয়ার পর আমার মধ্যে অনেক খারাপ লাগা কাজ করছিল, হয়তোবা সেট হয়ে গেছি, উইকেট ভালো ছিল, একশ করা যেত। আউট হওয়ার পর খারাপ লাগছিল। হৃদয় ভাই দুর্ভাগ্যবশত রানআউট হয়েছে। এটাই আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে, সবাই বলছে যে যদি সেট হই, তাহলে আমাদের বড় খেলতে হবে।’

ছোট বেলা থেকেই ইমনের প্রিয় ক্রিকেটার দু’জন বাংলাদেশের তামিম ইকবাল ও ভারতের বিরাট কোহলি। এই দু’জনের খেলা দেখে খেলতে খেলতেই তিনি এখন জাতীয় দলে, ‘চেষ্টা করি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলার। তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক, বিরাট কোহলিও অনেকটা শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা ফলো করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
বাংলাদেশের ওপর রাজত্ব করে মাসসেরার লড়াইয়ে নিসাঙ্কা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন শানাকা
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের