বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পথ হারিয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গা বল হাতে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ইতিহাসের অন্যতম ভয়াবহ ব্যাটিং ধসে নেতৃত্ব দিয়ে লঙ্কানদের জেতান এই লেগ স্পিনার। হাসারাঙ্গার দারুণ বোলিং নৈপুণ্যে স্বাগতিকরা ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছে। তবে তাকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেলো লঙ্কানরা।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন ম্যাচের ২০ ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন হাসারাঙ্গা। শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ডান পায়ে চোট পান তিনি। ২৬ বছর বয়সী স্পিনার এখন কলম্বো ফিরে যাবেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন।

বর্তমান স্কোয়াডে আস্থা রেখে হাসারাঙ্গার স্থলাভিষিক্ত কারও নাম ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। নিয়মিত অধিনায়ক ছিটকে যাওয়ায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া চারিথ আসালাঙ্কাই দায়িত্ব নেবেন আসন্ন তিন ম্যাচে।

১০ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ম্যাচ।