চুক্তি শেষ রবি শাস্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলো ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটি চাইলে তার সঙ্গে নতুন চুক্তি হতে পারে।
প্রভাবশালী ক্রিকেট উপদেষ্টা কমিটিতে আছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিম ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই।
এ প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘রবি শাস্ত্রীর চুক্তি শেষ। এখন আর টিম ডিরেক্টর হিসেবে কাউকে নেওয়া হবে না। আমরা ফুল টাইম কোচ নিচ্ছি। টিম ডিরেক্টর আর কোচ দুটো নয়, একটাই পদ থাকবে। রবি শাস্ত্রীর সঙ্গে নতুন চুক্তি হতেও পারে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট উপদেষ্টা কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ৩ এপ্রিলের পর কমিটির বৈঠক হতে পারে।’

উল্লেখ্য, ইংল্যান্ড সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ২০১৪ সালে রবি শাস্ত্রীকে ভারতের টিম ডিরেক্টর করা হয়।

/এফআইআর/