পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজআগেই জানা গিয়েছিল, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এবার আনুষ্ঠানিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিল ছোট ফরম্যাটের দায়িত্ব পেলেন ওয়ানডে ডেপুটি।
কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম করায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি।
এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমি সরফরাজের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি। তাকে জানিয়ে দিয়েছি এ পদের জন্য সেই আমাদের পছন্দ। তাকে পরবর্তী দিনের জন্য শুভকামনা।’
উল্লেখ্য, গত ৩ এপ্রিল এক বিবৃতিতে আফ্রিদি অধিনায়কত্ব ছাড়েন। তবে এখনও অবসরের ঘোষণা দেননি পাকিস্তানি এই ক্রিকেটার।  

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই আফ্রিদি জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যেতে চান তিনি। ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন মন্তব্য করেন তিনি। পরবর্তীতে সে অবস্থান থেকে সরে আফ্রিদি জানিয়েছিলেন, অবসর না নিতে পরিবার ও বন্ধুদের কাছ থেকে প্রবল চাপের কারণেই তিনি সিদ্ধান্ত পাল্টেছেন।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার সম্মুখিন হন তিনি।

/এফআইআর/