শাস্তি হতে পারে স্যামুয়েলসের!

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস। সেই স্যামুয়েলসই এখন বিচারের কাঠগড়ায়! ফাইনালের সংবাদ সম্মেলনে টেবিলের উপর পা তুলেছিলেন মারলন স্যামুয়েলস। আর তাতেই ক্ষুব্ধ হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
স্যামুয়েলসের এ ঘটনা নিয়ে আইসিসি তদন্ত করছে বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বিষয়টি খতিয়ে দেখছেন। সাধারণত পাঁচ দিন লাগে এ ধরনের বিষয়ে তদন্ত করতে। আগামী তিন দিনের মধ্যেই জানা যাবে কী আছে স্যামুয়েলসের ভাগ্যে! তার শাস্তিও হতে পারে অথবা সতর্ক করে ছেড়ে দেওয়া হতে পারে।
শুধু স্যামুয়েলসই নন, ঠিক একই ভাবে সেমিফাইনালে হারের পর এক অস্ট্রেলীয় সাংবাদিককে বিব্রত করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেটাও মেনে নিতে পারছে না আইসিসি। তবে এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই খোলাসা করেনি আইসিসি।

/এফআইআর/