হুয়া হিন ক্রিকেট সিক্সেসে চ্যাম্পিয়ন ওয়ালটন ওয়ারিয়র্স

থাইল্যান্ডের সবচেয়ে পুরাতন সৈকত নিবাস হুয়া হিনে অনুষ্ঠিত ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন ওয়ারিয়র্স।
গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সেমিফাইনাল ও ফাইনালেও জয় তুলে নেয় ওয়ালটন। এর ফলে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওয়ালটন ওয়ারিয়র্স।
বৃহস্পতিবার বিকালের ফাইনালে চার্লটন সিসিকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করে ওয়ালটন ওয়ারিয়র্স। এর আগে গ্রুপ পর্বে চার্লটন সিসিকে ৪ উইকেটে হারিয়েছিল ওয়ালটন।
ফাইনাল ম্যাচে টস জিতে চার্লটন সিসিকে ব্যাটিংয়ে পাঠায় ওয়ালটন ওয়ারিয়র্সের অধিনায়ক। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে চার্লটন সিসিকে ৪৫ রানে আটকে দেয় ওয়ালটন। এ রান তুলতে ৬ ওভারে ৩ উইকেট হারায় রানার্সআপরা। বাঁহাতি স্পিনার ইলিয়াস সানী ১টি ও ডানহাতি পেসার সুনান রুবায়েত ২টি উইকেট নেন। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনও উইকেট না হারিয়ে শিরোপা জয় করে ওয়ালটন। মোহাম্মদ শরীফ ও ইলিয়াস সানীর দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথমবারের মতো হুয়া হিন ক্রিকেট সিক্সেসে অংশ নিয়ে চমক দেখায় ওয়ালটন ওয়ারিয়র্স। ডানহাতি ব্যাটসম্যান শরীফ ২২ ও বামহাতি ব্যাটসম্যান সানী ১৬ রানে অপরাজিত থাকেন।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ইলিয়াস সানী।

হুয়া হিন ক্রিকেট সিক্সেস’টুর্নামেন্টে তিন বিভাগে মোট ২০টি দল অংশ নেয়। দুই বিভাগে বাংলাদেশ থেকে দুটি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ওয়ালটন ওয়ারিয়র্স।

২০১৪ সালে চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স-এ-সাইড ক্রিকেটে ওয়ালটন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। থাইল্যান্ডের স্কুল ক্রিকেট উন্নয়নের জন্য গত ২৭ বছর ধরে থাইল্যান্ডের সমুদ্র উপকুলীয় শহর চিয়াং মাইতে এই টুর্নামেন্টটি হচ্ছে। ২৬তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বছর হুয়া হিন ক্রিকেট সিক্সেসে ওয়ালটন ওয়ারিয়র্সকে আমন্ত্রণ জানানো হয়।

১৯৯৭ সাল থেকে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। জমজমাট এ টুর্নামেন্টে প্রতিবছর অংশ নিচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ওয়ালটনের জার্সিতে এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার ইলিয়াস সানী ও পেসার মোহাম্মদ শরীফ। ওয়ালটনের অন্যান্য ক্রিকেটাররা হলেন- আনোয়ারুল ইসলাম, মেহেদী মারুফ, সুনান রুবায়েত, আরিফুল ইসলাম সবুজ, তানজিন আহমেদ, বাশার, হাসান ও মিনহাজ আহমেদ শাফিল।

/আরএম/এফআইআর/