নিজের খেলাও দেখেন না মুস্তাফিজ!

মুস্তাফিজ মুস্তাফি‌‌‌জুর রহমানের বোলিংয়ে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরা। অথচ তিনি নাকি নিজের খেলা কখনও দেখেন না। এমনকি টেলিভিশনেও খেলা দেখার অভ্যাস নেই তার। ভারতীয় গণমাধ্যমে ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘টেলিভিশনে খুব বেশি ক্রিকেট ম্যাচ দেখা হয় না। আর নিজের খেলা তো কখনও দেখা হয় না। তবে শৈশব থেকেই ক্রিকেটকে অনেক পছন্দ করি। কেন পছন্দ করি, তা জানি না।’

দারুণ পারফরম্যান্স করে এখন আইপিএলের হট কেক তিনি। তবে এসবে কিছু যায়-আসে না মুস্তাফিজের। তিনি বলেন, 'আমি শুধু আমার কাজটাই করছি। অন্য কোনও দিকে নজর দিচ্ছি না। তবে আমি খুশি যে, বোলিং দিয়ে কিছু একটা করতে পারছি। সবচেয়ে ভালো লাগার বিষয়, দেশের জন্যও কিছু করতে পারছি, যা আমাকে তৃপ্তি দেয়।’একইসঙ্গে জানালেন স্টেডিয়াম আর টিম হোটেলেই বেশিরভাগ সময় কাটে তার। এর বাইরে কিছুই করেন না তিনি।

ভাষাগত সমস্যার বিষয়ে জানতে চাইলে মুস্তাফিজ বলেন, 'যা পারি তা দিয়েই চলছে। এটা ভাবতে ভালো লাগে যে এই দলে একমাত্র আমি বাঙালি। যেখানে বিভিন্ন দেশ ও কালচারের প্লেয়ার রয়েছে।'

/এমআর/