সুযোগ কাজে লাগাতে পারবে শেখ রাসেল?

Daily-Sun-67-01-23-08-2016জিতলে তো কথাই নেই ১-১ গোলে ড্র করলেও গোল পার্থক্যে এগিয়ে এএফসি কাপের প্লে-অফে খেলার সুযোগ পাবে শেখ রাসেল ক্রীড়া চক্র। কাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্লে-অফ কোয়লিফাইয়ার্সের গ্রুপ সি’র শেষ খেলায় ভুটানের থিম্পুতে স্থানীয় ক্লাব এফসি টারটনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা।

এ গ্রুপের অন্য দল তাইপের এফসি টাটুংয়ের বিপক্ষে গতকাল ১-১ গোলে ড্র করে শেখ রাসেল। এর আগে টাটুং ও টারটন নিজেদের খেলা গোলশূন্য ড্র করেছিল। সে সুবাদে টাটুংয়ের পয়েন্ট দুই, রাসেল ও টারটনের পয়েন্ট এক করে। কিন্তু টারটন এখনও কোন গোল করেনি, রাসেল করেছে একটি।
রাসেল যদি টারটনের বিপক্ষে ১-১ গোলেও ড্র করে তবে গ্রুপের তিনটি দলেরই পয়েন্ট দাঁড়াবে দুই করে। সে ক্ষেত্রে গোল পার্খক্যে রাসেল হবে গ্রুপ চ্যাম্পিয়ন। কারণ তাদের গোল পার্থক্য হবে +১। টাটুং ও টারটনের গোল পার্থক্য হবে শুন্য।

/আরএম/এমআর/