গুরুতর নয় মেসির ইনজুরি

14231823_1439458426073747_7672067335488551389_o (1)ভক্তদের ভালবাসায় অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই উরুগুয়ের বিপক্ষে দলকে জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইনজুরি থেকে ফিরেই ওই মাচটি খেলতে নেমেছিলেন তিনি। তবে ম্যাচ শেষে আবারও কুঁচকির ইনজুরিতে এই বার্সা তারক‌‌‌া। যে কারণে বুধবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠ নামতে পারছেন না তিনি। একইসঙ্গে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রথম ম্যাচেও অনিশ্চিত মেসি।

তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর জানালেন মেসি নিজেই। ইনজুরি অতটা গুরুতর নয়। সামাজিক যোগা‌‌‌যােগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে ক্যাপশনে লিখেছেন, 'সবকিছুই ঠিক আছে। আমি দ্রুতই সেরে উঠছি। চিন্তার কিছু নেই। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।'

তবে বার্সেলোনা জানিনয়েছে আগামী কয়েক দিন অনুশীলন সেশনে থাকতে পারছেন না মেসি। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে শনিবার ক্যাম্প ন্যুতে সেল্টিকের বিপক্ষে ম্যাচে কোনও ঝুঁকি নেবে না কাতালানরা।

/এমআর/