প্রাথমিক দলে আছেন মামুনুল

 




375192_heroaএএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ-২ এর অ্যাওয়ে ম্যাচের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ঘরের ম্যাচে বাদ পড়া সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আজ বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ১০ অক্টোবর থিম্পুতে ভুটানকে ফিরতি ম্যাচে মোকাবিলা করবে বাংলাদেশ। দলের ক্যাম্প শুরু হবে আগামী ১ অক্টোবর। ওই দিনই দুপুর ১২টায় প্রাথমিক দলের ৩৩ ফুটবলারকে দলের ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে হবে। দলে দুই নতুন মুখ সাদ উদ্দিন এবং সারোয়ার জামান নিপু। দুজনই এসেছেন অনূর্র্ধ্ব-১৬ দল থেকে। বাদ পড়ে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মামুনুল ইসলাম, যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টেছেন তিনি।

শাস্তির মেয়াদ শেষে আবারও দলে ফিরেছেন ডিফেন্ডার ইয়াসিন খান। ফিট হয়ে ফিরেছেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিও। দলের ৩৩ ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি ৮ জন করে খেলোয়াড় আছে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ধানমণ্ডির। এ ছাড়া ৩ জন করে আরামবাগ এবং রহমতঞ্জের। দুজন মোহামেডানের এবং একজন বিজেএমসির।

প্রাথমিক দল : শহীদুল, তপু, মামুন মিয়া, ফাহাদ, হেমন্ত, ইমন, জুয়েল, সাদ, আশরাফুল, রায়হান, ইয়ামিন, রেজাউল, মামুনুল, সোহেল রানা, রুবেল মিয়া, ইব্রাহিম, মাকসুদুর, শরীফ, ইয়াসিন, এনামুল, নিপু, মিশু, এমিলি, রনি, মনসুর, আবদুল্লাহ, জাফর, সোহেল মিয়া, নয়ন, নেহাল, জনি, দিদার ও সোহেল রানা।
/আরএম/কেআর/