বাংলাদেশের ভুটান লজ্জা

তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের ফুটবল! ভুটানের থিম্পুতে ফলাফল দেখলে এমনটাই মনে হবে ফুটবল ভক্তদের। সোমবার এশিয়া কাপ প্লে-অফ-২-এর অ্যাওয়ে ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। হারের সঙ্গে সঙ্গে আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায় নিয়েছে লাল-সবুজরা! এই হারের ফলে এএফসি-ফিফা স্বীকৃত শীর্ষ পর্যায়ের কোনও খেলায় আপাতত বাংলাদেশের অংশগ্রহণের সুযোগই নেই। 
শুধু হারই নয়, ভুটানের কাছে রীতিমত লজ্জাই পেতে হলো বাংলাদেশকে। কারণ নিজেদের ফুটবল ইতিহাসে ভুটানের কাছ এটিই তাদের প্রথম পরাজয়।  আর ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। চার মিনিটে বামপ্রান্ত থেকে ভুটানের একটি কর্নারে হেড করে গোল করেন জিগমে দর্জি । এরপর ২৭ মিনিটে ভুটানের আক্রমণভাগের নির্ভরযোগ্য নাম চেমচো গিয়ালতসেন করেন দ্বিতীয় গোল।  মাঝে ৬২ মিনিটে মামুনুল ইসলামের কর্নারে একটি গোল করে আশা জাগিয়ে ছিলেন রুবেল মিয়া।  কিন্তু চেমচো ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করলে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।  

এদিন ম্যাচে মিডফিল্ডার মামুনুল ইসলামকে অধিনায়ক করেই একাদশ নামান বেলজিয়ান কোচ টম সেইন্টফিট।  তাতেও কাজ হয়নি, বাংলাদেশ সুসংগঠিত একটি ইউনিট হিসেবে খেলতেই পারেনি।  আবদুল্লাহ ,হেমন্ত ভিনসেন্ট, রুবেল মিয়া, শাখাওয়াত রনি, জুয়েল রানা; পাঁচ অ্যাটাকার ছিলেন একাদশে। তাতেও আক্রমণ শাণাতে ব্যর্থ হয় বাংলাদেশ। আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে নামানো হয় এমিলিকে। তাতেও গোল মুখ খুলতে পারেনি সফরকারীরা।    

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম লেগে ঢাকায় গোলশূন্য ড্র করেছিল দুই দল।

/আরএম/এফআইআর/