চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

carlos-alberto-torresব্রাজিলের তো বটেই, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল বিবেচনা করা হয় ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল দলকে। স্বপ্নের সেই দলের অধিনায়ক ছিলেন কার্লোস আলবের্তো তোরেস। অধিনায়ক হিসেবে ১৯৭০ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা সাবেক এই ব্রাজিলিয়ান তারকা চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অন্যপারের বাসিন্দা হয়েছেন ৭২ বছর বয়সে।

পেলে, তোস্তা, রিভেলিনোর মতো বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে কার্লোস আলবের্তো নেমেছিলেন বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে। মেক্সিকোর ওই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতা ব্রাজিলের এই দলটিকে সর্বকালের সেরা দলের একটি হিসেবে ধরা হয়। ফাইনালে গোলও করেছিলেন কার্লোস আলর্বেতো। ইতালির জালে চতুর্থ গোলটি তারই দেওয়া। পেলের পাস ধরে ডান পায়ের বুলেট গতির শটে করা তার লক্ষ্যভেদটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচনা করা হয়।

১৯৪৪ সালে রিওতে জন্ম নেওয়া কার্লোস আলবের্তোকে ব্রাজিলিয়ানরা ডাকেন ‘কাপিতা’ বলে, বাংলায় যার অর্থ অধিনায়ক। ব্রাজিলিয়ানদের কাছে সর্বকালের সেরা দলের অধিনায়ক হিসেবে বিবেচিত এই রাইট ব্যাক জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে অনেক দিন খেলেছেন পেলের সঙ্গে। সান্তোসে যেমন একসঙ্গে খেলেছেন ১৯৬৬ থেকে ১৯৭৪ পর্যন্ত। ফ্লুমিনেন্সে দিয়ে ক্যারিয়ার শুরু করা কার্লোস আলবের্তো নিউ ইয়র্ক কসমসেও খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারও আলো ছড়িয়েছেন এই কিংবদন্তি।

/কেআর/