এনরিকের চোখে ‘সবচেয়ে বাজে’ বার্সেলোনা

লুইস এনরিকেরিয়াল সোসিয়েদাদের মাঠে ৮ ম্যাচ ধরে জয়বঞ্চিত থাকল বার্সেলোনা, যেই ধারা চলে আসছে ২০০৭ সাল থেকে। দ্বিতীয়ার্ধে শুরুতে একটি গোল হজম করে হারের শঙ্কায় পড়েছিল তারা। শেষ পর্যন্ত কাতালানরা এক পয়েন্ট উদ্ধার করতে সফল হয় লিওনেল মেসির সৌজন্যে। কোচ লুইস এনরিকের আমলে আনোয়েতা স্টেডিয়ামে এবারই প্রথম পয়েন্ট পেল বার্সা। আর এতে যারপরনাই অবাক দুটি লা লিগাজয়ী কোচ, কারণ তার মতে হার এড়ানোটা ছিল বার্সার জন্য ‘অলৌকিক’। রবিবার সোসিয়েদাদের মাঠে বার্সেলোনার পারফরম্যান্সকে তার আমলের ‘সবচেয়ে বাজে’ আখ্যা দিলেন এনরিকে।

উইলিয়ান হোসের উদ্বোধনী গোলের জবাবে মেসির লক্ষ্যভেদে বার্সা সোসিয়েদাদের মাঠে টানা চারটি লিগ হারের ইতি টানে। কিন্তু ব্যর্থ হয় জয়খরা কাটাতে। তবে টানা দ্বিতীয় সপ্তাহ লিগে পয়েন্ট হারানোর পরও ইতিবাচক থাকছেন এনরিকে, ‘আমার মূল্যায়ন ইতিবাচক। রিয়াল সোসিয়েদাদ সব দিক থেকে আমাদের চেয়ে অনেক ভালো ছিল। ম্যাচ ১-১ গোলে শেষ হওয়াটা অলৌকিক, আমরা কোনোভাবেই এক পয়েন্ট পাওয়ার মতো ছিলাম না।’ প্রথমার্ধ গোলশূন্য থাকাও অবাক করেছে বার্সা কোচকে। তার মতে প্রথম ৪৫ মিনিটে গোলের দাবিদার ছিল স্বাগতিকরা, ‘আমরা যদি জার্সি পাল্টাতাম তাহলে যে কেউ বিশ্বাস করত অন্য দলটি বার্সা।’ এরকম বাজে পারফরম্যান্স বার্সার কাছ থেকে আর কখনও দেখেননি এনরিকে, ‘আমি দায়িত্বে থাকাকালে এটা বার্সার সবচেয়ে বাজে পারফরম্যান্স। আমরা এই পয়েন্টের দাবিদার নই।’

এই ড্রতে শীর্ষস্থান থেকে ছয় পয়েন্ট পিছিয়ে থাকল বার্সা। আগামী সপ্তাহে এল ক্লাসিকোয় তারা ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে রিয়ালকে। শিরোপার লড়াইয়ে ফিরতে হলে ব্যবধান কমাতে জিততেই হবে তাদের। কিন্তু দলের ডিফেন্ডার জেরার্ড পিকে ম্যাচ শেষে আত্মবিশ্বাসে চিঁড় ধরার মতো কথা বলেছেন। এভাবে খেললে বার্সা শিরোপা জিততে পারবে না বলেন তিনি। পিকের এই মন্তব্য নিয়ে সরাসরি কিছু না বললেও এখনই আশা হারাতে চান না এনরিকে, ‘আমরা কেবল ১৩ ম্যাচ খেললাম, খেলা শেষে ওইরকম উত্তপ্ত মেজাজের কথাকে গুরুত্ব দেওয়া যাবে না। অনেক উন্নতি করতে হবে এমনটা ভেবে বললে ঠিক আছে। কিন্তু এই প্রথমবার স্পষ্টভাবে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক ভালো খেলল।’

/এফএইচএম/