পিকের বিশ্বাস ঘুরে দাঁড়াবে বার্সেলোনা

জেরার্দ পিকেলা লিগার কেবল ১৪ ম্যাচ শেষ হয়েছে। শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধানও বেড়ে গেছে চোখে পড়ার মতো। কিন্তু এখনই হাল ছেড়ে দিতে রাজি নন কাতালান জায়ান্টদের এই ডিফেন্ডার।



সের্হিয়ো রামোসের শেষ মুহূর্তের হেডে বার্সেলোনার জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হলো ন্যু ক্যাম্পে। শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে কমানো হলো না পয়েন্ট ব্যবধান, ড্র করায় সেটা আগের মতো ৬ এ থাকল। তবে ১৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের এই অবস্থা দেখে মোটেও নিরাশ নন বার্সার ডিফেন্ডার জেরার্দ পিকে। সতীর্থ ও ভক্তদের শান্ত থাকতে বললেন এই স্প্যানিশ তারকা।

ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্রর পর আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না পিকে, ‘যা ঘটল সেটা কখনও চাইনি। কিন্তু আমি মনে করি আমাদের শান্ত থাকতে হবে। আমরা ঘুরে দাঁড়াতে পারি, এজন্য আজকের (শনিবার) মতো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যেটা আমরা দীর্ঘদিন ধরে করছি। এখনও অনেক সময় বাকি।’

সময় বাকি দেখে পিকে আশাবাদী হলেও সতর্ক থাকছেন রামোস। ২০১২ সালের পর রিয়ালকে প্রথম লা লিগা জিততে হলে আত্মতৃপ্তিতে ভোগা চলবেন না মনে করেন তিনি। বার্সার সঙ্গে এই পয়েন্ট ব্যবধান ধরে রাখতে দলকে আহবান করলেন রামোস, ‘পয়েন্টের এই পার্থক্য কঠোর পরিশ্রমের পুরস্কার। মৌসুমের শুরু থেকে আমরা অনেক খাটছি। এখনই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না, কারণ লা লিগা শেষ হওয়ার এখনও অনেক বাকি।’ জয় না পাওয়ায় কিছুটা আক্ষেপ এই ডিফেন্ডারের, কিন্তু ড্রকেও কম প্রাপ্তি মনে করছেন না, ‘কিছু না পাওয়ার থেকে একটি পয়েন্ট বেশ ভালো। বার্সেলোনার সঙ্গে এই পয়েন্ট ব্যবধান বজায় রাখতে হবে আমাদের।’

/এফএইচএম/