বার্সেলোনার নজর এখন চ্যাম্পিয়নস লিগে

barcaবার্সেলোনাকে আবার মাঠে নেমে পড়তে হচ্ছে চ্যাম্পিয়নস লিগে। বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে লড়াইয়ের আগে স্বস্তি বলতে বার্সেলোনার এটাই যে, ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে তাদের আগেই।

হলো না, তীরে এসেও ‍ভিড়লো না বার্সেলোনা তরী। জয় থেকে যখন মিনিট কয়েক দূরে কাতালান ক্লাবটি, ঠিক তখনই সের্হিয়ো রামোসের হেডে সব শেষ। নিশ্চিত জয়টা শেষ হলো ড্র’তে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ফলটা ১-১ গোলের ড্র দেখালেও ম্যাচের শেষ দৃশ্যটা আসলে হারের যন্ত্রণাই দিয়েছে তাদের। লা লিগার ওই হতাশা নিয়েই কাল (মঙ্গলবার) আবার মাঠে নেমে পড়তে হচ্ছে চ্যাম্পিয়নস লিগে। বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে লড়াইয়ের আগে স্বস্তি বলতে বার্সেলোনার এটাই যে, ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে তাদের আগেই।

ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের নকআউট পর্ব নিশ্চিত করে ফেললেও লা লিগায় ভালো জায়গায় নেই বার্সেলোনা। এল ক্লাসিকোর আগে রিয়ালের চেয়ে পিছিয়ে ছিল ৬ পয়েন্টে। ন্যু ক্যাম্পের মহারণটা তাই বার্সেলোনার জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। জিতলেই ব্যবধান কমিয়ে আনতে পারতো ৩-এ। লুই সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর সেই পথের খুব কাছে চলেও এসেছিল তারা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে রামোসের হেডে সব হিসাব যায় পাল্টে। ১-১ গোলের ড্রতে লিগ টেবিলে রিয়ালের চেয়ে পিছিয়ে থাকল আগের মতোই ৬ পয়েন্টে। লা লিগার শিরোপার পথেও তাই অনেকটা পিছিয়েই থাকতে হলো বার্সেলোনাকে।

লিগ হতাশা এক পাশে সরিয়ে ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিতে নেমে পড়েছেন লিওনেল মেসি-লুই সুয়ারেসরা। নেইমার অনুশীলনে ছিলেন না চোটের কারণে। খুব একটা গুরুতর না হলেও কোচ লুই এনরিকে হয়তো ঝুঁকি নিতে চাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে। তা ছাড়া কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞায় মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচে খেলতেও পারবেন না নেইমার। এপি

/কেআর/