ম্যানইউকে শেষ চারে দেখছেন গার্দিওলা

পেপ গার্দিওলাবর্তমানে চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকে ৯ পয়েন্ট দূরে রেড ডেভিলরা, তারপরও ম্যানচেস্টার সিটির কোচ হাতে গুনছেন নগরপ্রতিদ্বন্দ্বীকে।

পেপ গার্দিওলার দৃঢ় বিশ্বাস, এই মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে শেষ করার সম্ভাবনা ও যোগ্যতা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

গত তিনটি লিগ ম্যাচে ড্র করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার লড়াইয়ে কঠিন পথে ইউনাইটেড। হোসে মরিনহোর শিষ্যরা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। সর্বশেষ রোববার এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করায় চতুর্থ স্থান থেকে তাদের দূরত্ব বেড়ে গেছে ৯ এ। ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের ব্যবধান ১৩ পয়েন্টের। শিরোপার সম্ভাবনা ক্ষীণ হলেও ইউরোপীয় ফুটবলের শীর্ষ মঞ্চে ইউনাইটেডকে দেখছেন ম্যানসিটির কোচ। চ্যাম্পিয়নস লিগে ম্যানইউকে দেখছেন কি না প্রশ্নে গার্দিওলা বলেছেন, ‘তারা যেভাবে খেলছে, উত্তর হলো হ্যা। স্টোক, বার্নলি ও ওল্ড ট্রাফোর্ডে আরেকটি খেলা আমি দেখেছি। তারা ওই সব ম্যাচ জয়ের দাবিদার ছিল। কিন্তু ফুটবল এমনই। ইউনাইটেডের যোগ্যতা অবশ্যই আছে। তাদের জন্য এটা (শিরোপা) অনেক দূরে, এটা সহজ হবে না। কিন্তু শীর্ষ চারে থাকবে তারা।’ -গোলডটকম

/এফএইচএম/