দেপোর্তিভো ম্যাচে বিশ্রামে রোনালদো-বেনজিমা

বেনজিমা ও রোনালদোসান্তিয়াগো বার্নাব্যুতে শনিবারের লা লিগা ম্যাচে তিন তারকাকে বিশ্রাম দিয়েছেন জিনেদিন জিদান। লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে গেছে ভেবে রিয়াল মাদ্রিদ কোচ এমন সিদ্ধান্ত নিয়েছেন ভাবলে ভুল হবে।

আগামী বৃহস্পতিবার রিয়ালের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেমিফাইনালে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচকে সামনে রেখে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বিশ্রাম পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজিমা ও লুকা মডরিচ।

ক্লাব ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে রোনালদো। এই অর্জনের জন্য বেড়ে গেল তার অপেক্ষা। বেনজিমাও বাদ পড়ায় এবার ‘বিবিসি’র কাউকেই পাচ্ছে না ইউরোপ চ্যাম্পিয়নরা। কারণ গোড়ালির চোট নিয়ে আগেই ছিটকে গেছেন গ্যারেথ বেল। আলভারো মোরাতা, লুকাস ভাসকেস ও মারিয়ানো ডায়াসকে রাখা হয়েছে এই ম্যাচের আক্রমণভাগে।

গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে বিশ্রামে রাখাকে বিলাসিতা হিসেবে দেখছেন না জিদান। কারণ অনেকেই ভাবতে পারেন লা লিগা শিরোপা নিয়ন্ত্রণে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি কোচ। কিন্তু তাদের সঙ্গে একমত নন জিদান, ‘লা লিগা এখনও চূড়ান্ত হয়নি। ফলাফল নিয়ে আমরা খুশি। কিন্তু পথটা এখনও অনেক লম্বা। ছয় পয়েন্টে এগিয়ে থাকাটা সুবিধাজনক ভাবলে ভুল হবে। আমরা এগিয়ে আছি এখন, কিন্তু এটার মানে এই নয় যে আমরা লিগ জিতে যাচ্ছি।’ লা লিগা শিরোপা অনেক দূরের পথ হলেও হাতের কাছে থাকা ক্লাব বিশ্বকাপের ট্রফিটা জাপান থেকে নিয়ে ফিরতে চান জিদান। সূত্র- গোলডটকম

/এফএইচএম/