ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ নামাল লিভারপুল

লিভারপুল লোগোএফএ কাপের তৃতীয় রাউন্ডে প্লাইমাউথ আরগাইলের বিপক্ষে সবচেয়ে তরুণ দলকে মাঠে নামালেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল ভাঙল ৫২ বছরের পুরানো রেকর্ড।

রবিবার এফএ কাপের লড়াইয়ের জন্য সর্বকালের ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ ঘোষণা করে লিভারপুল। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট নিশ্চিত করে এটি, ‘ক্লাবের পরিসংখ্যানবিদ জেড রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হলাম আজকের একাদশই ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ, যার খেলোয়াড়দের গড় বয়স ২১ বছর ২৯৬ দিন।’

ক্লাব জানায় আগের রেকর্ডটি ছিল ১৯৬৫ সালের এফএ কাপ ফাইনালে। মলিনক্সে ৩-১ গোলে উলভসকে হারিয়েছিল লিভারপুল, যার খেলোয়াড়দের গড় বয়স ছিল ২২ বছর ৩০৩ দিন।

জো গোমেজ, শেই ওজো, ওভি ইজারিয়া, ট্রেন্ট আরনল্ড ও বেন উডবার্নের মতো তরুণদের একাদশে রেখেছেন ক্লপ। কেন এমন সিদ্ধান্ত সেটাও জানান লিভারপুলের কোচ, ‘আমি এ লাইনআপ বাছাই করেছি কারণ আমরা পরের পর্বে যেতে চাই।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/