ইতিহাসের পাতায় জুভেন্টাস

গোল উদযাপন করছেন জুভেন্টাসের খেলোয়াড়রাসিরি ‘এ’ সফরকারী দলগুলোর জন্য জুভেন্টাস স্টেডিয়াম পরিণত হয়েছে দুর্ভেদ্য দুর্গ হিসেবে। রবিবারের ম্যাচ জিতে বর্তমান চ্যাম্পিয়নরা সেই প্রমাণই রেখেছে।

রেকর্ড বইয়ের পাতায় নাম লিখিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে টানা ২৬টি সিরি ‘এ’ ম্যাচ জিতেছে তারা।

২০১৬ সালে নিজ ভক্তদের সামনে প্রত্যেকটি শীর্ষ লিগের ম্যাচ জিতেছিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। আর ২০১৫ সালের সেপ্টেম্বরে ফ্রোসিনোনের সঙ্গে ১-১ গোলে ড্রর পর কখনও নিজ মাঠে একটি পয়েন্টও খোঁয়ায়নি তারা। এবার নতুন বছরটাও শুরু করল জয় দিয়ে।

লিগ মৌসুমের বিরতির পর ফিরেই বোলোগনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। গনসালো হিগুয়েনের জোড়া গোল ও পাওলো দিবালার লক্ষ্যভেদী শটে রেকর্ড গড়ে ক্লাবটি।

এ জয়ের ফলে লিগ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল জুভেন্টাস। একই সঙ্গে টানা ষষ্ঠ স্কুদেত্তোর মিশনে এগিয়ে যাওয়ার পথে নতুন মাইলফলক ছুঁল তারা। সূত্র- গোলডটকম

/এফএইচএম/