সুইডেনে মানহানির মামলা জিতলেন ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচগত এপ্রিলে ‘ডোপ নেওয়ার’ অপবাদ শুনতে হয়েছিল সুইডেনের জাতীয় অ্যাথলেটিকসের সাবেক কোচের কাছ থেকে। বিষয়টি মোটেও সইতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। মানহানির মামলা করেছিলেন তিনি। সোমবার জানা গেল, এ মামলায় জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সুইডেনের জাতীয় অ্যাথলেটিকস দলের কোচ ছিলেন উলফ কার্লসন। গত এপ্রিলে এক ক্রীড়া সম্মেলনে তিনি তার মত প্রকাশ করে মন্তব্য করেন, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জুভেন্টাসে দ্রুত মানিয়ে নিতে ডোপ নিয়েছিলেন ইব্রাহিমোভিচ। কার্লসন বলেছেন, ‘জুভেন্টাসে মাত্র ছয় মাসের মধ্যে তার পেশির ওজন ১০ কেজি বাড়িয়েছিল। এত অল্প সময়ে এটা অসম্ভব।’ এক স্থানীয় সংবাদপত্রকে তিনি তার মত জানান, ‘আমি মনে করি সে ডোপ নিয়েছিল। আমার মত এটাই।’

সোমবার ভার্মল্যান্ডের জেলা আদালত তাদের রায়ে জানান, এমন মন্তব্য করে ইব্রাহিমোভিচের সুনামহানি করেছেন কার্লসন। মামলার রায়ে তাকে ২৪ হাজার ক্রোনার জরিমানা করেছেন আদালত। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/