মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন ইন্ডিপেনডেন্ট টিভি

চ্যাম্পিয়ন ইন্ডিপেনডেন্ট টিভিবাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কৃত্রিম টার্ফে টুর্নামেন্টের ফাইনালে ১-০ গোলে বৈশাখী টিভিকে হারিয়েছে ইন্ডিপেনডেন্ট। একমাত্র জয়সূচক গোল করে বিপ্লব ম্যাচসেরা হয়েছেন। 

আল মুসাব্বির সাদী সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন বৈশাখী টিভির জাহিদুজ্জামান। মাসুদ আহমেদ রুমি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে বণিক বার্তা। 

সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন ও ইন্ডিপেনডেন্ট টিভির মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে ইন্ডিপেনডেন্ট ৪-৩ গোলে ঢাকা ট্রিবিউনকে হারায়। ইন্ডিপেনডেন্টের আসিফ জামান সুমিত ম্যাচসেরা হন। সমকাল ও বৈশাখী টিভির সেমিফাইনালও নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। এই ম্যাচেও নির্ধারিত সময় গোলশূন্য ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলে বৈশাখী টিভি সমকালকে হারায়। বৈশাখী টিভির খায়রুজ্জামান রানা ম্যাচসেরা হন।

স্কয়ার টয়লেট্রিজ লি: এর হেড অফ মার্কেটিং মালিক মোঃ সাঈদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন।  ১৯৯৯ সাফ গেমস ফুটবলে স্বর্ণজয়ী অধিনায়ক জুয়েল রানা, স্কয়ার টয়লেট্রিজ লি: সিনিয়র মার্কেটিং ম্যানেজার ড. জেসমিন জামান, বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরী, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মন্ডল, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব এসএম সুমন।

/আরএম/এফএইচএম/