কোপার শেষ আটে শুরুতেই বার্সার কঠিন পরীক্ষা

বার্সেলোনাকোপা দেল রের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে সেটা নির্ধারিত হলো শুক্রবার। একে অপরের মুখোমুখি হচ্ছে না বড় দলগুলো।  

বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়েদাদকে, রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেল্টা ভিগোকে। অ্যাতলেতিকো মাদ্রিদের সামনে পড়েছে অ্যাইবার, আর দ্বিতীয় বিভাগের দল আলকোরকোন মোকাবিলা করবে শীর্ষ লিগে নবাগত আলাভেসকে।

প্রথমেই কঠিন পরীক্ষা দিতে হবে বার্সাকে। লুই এনরিকের শিষ্যরা প্রথম লেগ খেলবে আনোয়েতা স্টেডিয়ামে, যেখানে ২০০৭ সাল থেকে জিততে পারেনি তারা। সম্প্রতি লা লিগার ম্যাচে এ মাঠে লিওনেল মেসির গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল বার্সা। এবার সেই গেরো কাতালান জায়ান্টরা কাটাতে পারবে কি না জানা যাবে আগামী সপ্তাহে। যদি সফল না হয়, সুযোগ থাকবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর। যে লড়াইটা হবে বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

মাদ্রিদের দুই বড় ক্লাবই প্রথম লেগ খেলবে ঘরের মাঠে। এরপর ফিরতি লেগে তারা নিজ নিজ প্রতিপক্ষকে মোকাবিলায় যাবে স্পেনের উত্তরে। প্রথম কাপ কোয়ার্টার ফাইনালে আলকোরকোন প্রথম লেগ খেলবে স্বাগতিক হিসেবে।

প্রথম লেগ হবে ১৮ ও ১৯ জানুয়ারি। এক সপ্তাহ পর ২৫ ও ২৬ জানুয়ারি দ্বিতীয় লেগ। সূত্র- মার্কা

কোপা কোয়ার্টার ফাইনাল

রিয়াল সোসিয়েদাদ-বার্সেলোনা

আলকোরকোন-আলাভেস

অ্যাতলেতিকো মাদ্রিদ-অ্যাইবার

রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো

/এফএইচএম/