বিদায় বললেন ফন হাল

বিদায় বললেন ফন গাল দীর্ঘ ২৬ বছরের সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক নেদারল্যান্ডস কোচ লুই ফন হাল।

গত বছর হঠাৎ করেই লুই ফন হালকে বরখাস্ত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ছিলেন স্পট লাইটের বাইরে। সেই ডাচ কোচই সোমবার বিদায় দিলেন কোচিং ক্যারিয়ারকে। দীর্ঘ ২৬ বছরের সমৃদ্ধ এই ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক নেদারল্যান্ডস কোচ।

সোমবার নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে পেয়েছেন আজীবন সম্মাননা। দেশের ফুটবলকে অনেক দিয়েছেন বলেই এমন পাওয়া। আর শেষটা যখন হলো এমন রাজসিক তখন রাজসিক বিদায়ের পথেই হাঁটলেন ৬৫ বছর বয়সী ফন হাল।

‘প্রথমে মনে করেছিলাম থেমে যাবো। পরে আবার ভাবলাম কিছুদিন অবসর কাটাবো। তবে এখন ভাবছি কোচিংয়ে বোধহয় আর ফেরা হবে না।’-দ্য টেলিগ্রাফকে বিদায়ের কথা এভাবেই বলেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে। তাই হঠাৎ করেই অবসরের সিদ্ধান্তটা চমক জাগানিয়া। তবে ফন হাল জানিয়েছেন মেয়ের স্বামী মারা যাওয়াতেই এমনটি ভাবতে হয়েছে তাকে, ‘ পরিবারে অনেক কিছুই ঘটে গেছে। আসলে আপনি যখন বাস্তবের মুখোমুখি হবেন, তখনই মানুষের কাতারে ফিরে আসবেন।’

ফন হাল এটাও জানিয়েছেন যে, সম্প্রতি কোচিং করাতে লোভনীয় প্রস্তাব পেয়েও তাতে রাজি হননি তিনি।

/এফআইআর/